ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের বাইরে রাখতে সুপারিশ
Published : Monday, 1 August, 2022 at 2:31 PM
পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের বাইরে রাখতে সুপারিশনিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকলে উৎপাদন কমে যাবে। এমনকি সময়মতো বাজারে পণ্য সরবরাহেও ঘাটতি দেখা দিতে পারে। এজন্য উৎপাদন ও সরবরাহ চেইন স্থিতিশীল রাখতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী সব প্রতিষ্ঠানকে লোডশেডিংয়ের আওতার বাইরে রাখতে বিদ্যুৎ বিভাগের কাছে সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নুরুল হক স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি সম্প্রতি বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমানের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ‘সম্প্রতি সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকাসহ সারা দেশে প্রতিদিন ১ ঘণ্টা করে লোডশেডিং করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে গত ১৯ জুলাই দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির তৃতীয় সভা অনুষ্ঠিত হয়।’

চিঠিতে বলা হয়, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হলে উৎপাদন হ্রাস পাবে। একইসঙ্গে সময়মতো বাজারে পণ্য সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে। ফলে বাজারে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহে সংকটের আশঙ্কা রয়েছে।’

‘গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আশু সংকট মোকাবিলা এবং ভোক্তার মধ্যে স্বস্তি ফেরাতে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে লোডশেডিং না করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখতে অনুরোধ করা হলো।’