ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ছিটকে গেলেন কাগিসো রাবাদা
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM
আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সেরা অস্ত্র কাগিসো রাবাদা। অ্যাঙ্কেলে চোট পাওয়ায় আপাতত তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া ম্যানেজম্যান্ট।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ‘সে (রাবাদা) মেডিকেল দলের নিবিড় পর্যবেক্ষণে থাকবে এবং পুনর্বাসন চলবে। চলতি মাসের শেষদিকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য তার দেখভাল করা হবে।’
ব্যস্ত সূচির ধকল কাটাতে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হয় রাবাদাকে। তবে এরপর তিনি টি-টোয়েন্টি সিরিজে ছিলেন। প্রথম দুই টি-টোয়েন্টিতে মাত্র একটি উইকেট পান রাবাদা। তৃতীয় ও শেষ ম্যাচে তাকে ফের বিশ্রামে পাঠানো হয়, খেলেন অ্যানরিচ নর্টজে। দক্ষিণ আফ্রিকা ১-১ সমতায় ওয়ানডে সিরিজ এবং ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জেতে।
আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ৩ আগস্ট। ৫ আগস্ট দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই হবে ব্রিস্টলে। এরপর ১৭ জুলাই থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে প্রোটিয়াদের।