Published : Monday, 1 August, 2022 at 9:42 PM, Update: 01.08.2022 9:47:30 PM
শোকাবহ আগস্টের প্রথম দিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিবেদন করে কবিতা "শ্রাবণের শোকগাঁথা ও আলোক প্রজ্জ্বলন" অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের যে সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়- তাদের স্মরণেই শোকাবহ এই আগষ্টের শুরুর দিনেই তাদেরকে স্মরণ করলো কুমিল্লার সংস্কৃতিকর্মীরা। কুমিল্লা নগর উদ্যানের বঙ্গবন্ধু ম্যুরালে অনুষ্ঠানের আয়োজন করে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি। 
জেলা প্রশাসনের সহযোগিতায় কুমিল্লার কবি, আবৃত্তি শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত স্থানীয় সরকার কুমিল্লার উপ পরিচালক মোহাম্মদ শওকত ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার। কথা-কবিতায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা বশীর উল আনোয়ার, শাহজাহান চৌধুরী, বদরুল হুদা জেনু, হাসান ফিরোজ, মাহমুদ কচি, ছড়াকার জহিরুল হক দুলাল, শেখ ফরিদ আহমেদ, আবুল কাশেম, অধ্যক্ষ বিধান চন্দ, জোবাইদা নূর খান, তাহমিনা বেগম, সাব্বির আহমেদ খান, গোলাম মোস্তফা, মোঃ আল আমিন, আরিফুল হাসান, রোখসানা ইয়াসমিন মনি, খলিলুর রহমান শুভ্র, মোহাম্মদ শাহজাহান, বশীর আহমেদ, লোকমান হোসেন, শামসুন্নাহার হ্যাপি, রোজা, রোমানা রুমিসহ অন্যান্যরা
জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদের সভাপতিত্বে মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে দলীয় আবৃত্তি পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমি ও কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র, কুমিল্লার আবৃত্তি দল। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে আলোক প্রজ্বালন করেন অতিথি ও শিল্পীরা।