প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্ব স্ব অনুষদের সব্বোর্চ নাম্বারধারী শিক্ষার্থীকে কাগজ পত্র নিয়ে ডিন অফিসের মাধ্যমে ১০ আগস্টের ভিতর রেজিস্ট্রার দপ্তরে জমা দিতে বলা হয়ছে।
সোমবার (১ আগস্ট) ডেপুটি রেজিস্টার মোঃ দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক সংশোধিত নীতিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ২০১৯ (পুনঃরায়), ২০২০ এবং ২০২১ সালে অর্থাৎ যে বছরের জন্য স্বর্ণপদক দেওয়া হবে সে বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ফলাফলের ভিত্তিতে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য যারা আবেদন করেছে তাদেরকে পুনরায় কাগজপত্র (ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বরের ১০% যোগ ব্যতিত) জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয় প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদেরকে ইউজিসির ওয়েবসাইটে গিয়ে 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' www.ugc.gov.bd লিংকে গিয়ে অনলাইন আবেদন ফরম পূরণ করতে হবে।