ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত
শাহীন আলম
Published : Monday, 1 August, 2022 at 7:09 PM
দেবিদ্বারে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিতজাতীয় শোক দিবস উপলক্ষে শেখ রাসেল ফাউন্ডেশন (ইউএসএ ইন্ক) উদ্যোগে কুমিল্লার দেবিদ্বারে ‘স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ আগস্ট) শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার কার্যালয়ে দিন ব্যাপী এ কর্মসূচী পালিত হয়। নিউইয়ার্কের শেখ রাসেল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা.ফেরদৌস খন্দকারের অর্থায়নে এ কর্মসূচীতে প্রায় ২০০ জনের রক্তের গ্রুপ নির্নয় স্বেচ্ছায় রক্ত নেওয়া হয়েছে। 

রক্ত দিতে এসে সাজিয়া আক্তার বলেন, জাতীয় শোক দিবসে রক্ত দিতে পেরে খুবই ভালো লাগছে। আমি নিয়মিত রক্ত দান করি। করোনাকালেও আমি রক্তদান থেকে বিরত হইনি।

নিউইয়ার্ক থেকে ডা.ফেরদৌস খন্দকার বলেন, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা রেখে আমরা রক্তদান ও গ্রুপ নির্নয় কার্যক্রম আয়োজন করেছি। মানুষের পাশে মানবিক মমতা নিয়ে যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষুর জীবন বাঁচাতে সহায়তা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, শোক দিবস উপলক্ষে মাসব্যাপী আমাদের বিভিন্ন কর্মসূচী পালন করা হবে। 

রক্তদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, শেখ রাসেল ফাউন্ডেশনের দেবিদ্বার শাখার আহবায়ক মোসা. রাশেদা আক্তার, মহিলা শ্রমিকলীগের সভাপতি শাহীনুর লিপি, মো. মনিরুল ইসলাম, আয়শা আলী মুক্তা, নুরুনাহারসহ আরও অনেকে।