ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সারাদেশে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১২০ প্রতিষ্ঠানকে জরিমানা
Published : Wednesday, 3 August, 2022 at 12:00 AM
সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২ আগস্ট) দিনব্যাপী চলা এ অভিযানে বিভিন্ন অপরাধে ১২০টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৫৬ হাজার টাকা জরিমানা করে অধিদপ্তর।
এদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৫৮ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকাসহ দেশের ৫৩টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকার পূর্ব বাসাবো ও বংশালসহ দেশব্যাপী মোট ৬৫টি বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পরিচালিত অভিযানে ভোক্তা-স্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১১৭টি প্রতিষ্ঠানকে ১২ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং ৩ জন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ২ হাজার ৫০০ টাকা দেওয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদপ্তর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন।