রূপসী বাংলা কলেজ এর ২০২১-২০২২ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, প্রকৃতি পর্যবেক্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কোটবাড়ি বিজিবি ক্যাম্পাসের শালবন মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়। কলেজ সভাপতি কুমিল্লা জজ কোর্টের সাবেক স্পেশাল পিপি বীর মুক্তিযোদ্ধা এড. মো. ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে মহাগ্রন্থ আল কোরআন তিলাওয়াত, গীতা পাঠ, সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন ও কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা ঘটে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ । প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শতভাগ শৃঙ্খলা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হওয়ার তাগিদ দেন। তিনি তাঁর বক্তব্যে রূপসী বাংলা কলেজের শিক্ষার মান ও ভালো ফলাফল সম্পর্কে বলতে গিয়ে বলেন ইতোমধ্যে রূপসী বাংলা কলেজ কুমিল্লার মধ্যে একটি ভালো অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। প্রত্যাশা করি রূপসী বাংলা কলেজ সোনার বাংলা কলেজের মতোই অনেক দূর এগিয়ে যাবে, হয়তো অদূর ভবিষ্যতে সোনার বাংলা কলেজকেও পিছনে ফেলবে। এজন্য শিক্ষকদের যুগোপযোগী দিকনির্দেশনা, মানসম্মত পাঠদান ও শিক্ষার্থীদের কঠোরপরিশ্রমীও অধ্যবসায়ী হওয়া প্রয়োজন। এ সময় প্রায় ৭৫০ জন শিক্ষার্থী মনোযোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য শুনছিলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুমিল্লা সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মো. মারুফুল আবেদীন।তিনি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, দেশের সীমান্ত রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ যেভাবে অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করছে তেমনি শিক্ষার্থীদেরও উচিৎ নিজেদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে মাদক ও মাদকের মতো মোবাইল আসক্তি থেকে বাঁচতে অতন্দ্র প্রহরীর ন্যায় সজাগ থাকা।বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী ( বার্ড) এর অতিরিক্ত মহাপরিচালক মো. শফিকুল ইসলাম, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মেহেদী হাসান, সরকারি মানিকারচর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলী আহম্মদ,ময়নামতি জাদুঘর কুমিল্লা এর কাস্টোডিয়ান মো. হাসিবুল হাসান সুমি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া খোন্দকার, রূপসী বাংলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সভাপতি মু. ইফতেখার আলম ভূঁইয়া। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী বাংলা কলেজের উপদেষ্টা মো. আফতাব হোসেন নীলু, অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, রূপসী বাংলা সমবায় সমিতি লি. এর সহ-সভাপতি মো. ফখরুল ইসলাম, সেক্রেটারী মো. ফরহাদ হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ অধ্যাপক মিয়া মো. আকছির, পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর চেয়ারম্যান ইমাম হোসাইন, বেলতলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, কুমিল্লা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও বেলতলি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সালমা আক্তার, গভ. ল্যাবরেটরি হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো.খায়রুল আনাম, সেলিনা পারভীন, মোহাম্মদ ইউনুছ মোল্লা, মো. ইকবাল হোসেন, বর্ডার গার্ড পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদ আলম, ধনুয়াইশ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মামুনুর রশীদ। উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবদুল মোতালেব, নবীন বরণ অনুষ্ঠানের আহবায়ক বিজ্ঞান (বি) বিভাগের ইনচার্জ মো. আনোয়ার হোসেন , বিজ্ঞান (এ) বিভাগের ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক, মানবিক বিভাগের ইনচার্জ দিলসাধ আক্তার ভূইয়া, ব্যবসায় শিক্ষা বিভাগের ইনচার্জ মো. মনজিল হোসেন, কলেজ পরীক্ষা নিয়ন্ত্রক মো. কবির উদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক মো. মোশাররফ হোসাইন, যুগ্মসম্পাদক মো. শহিদুল ইসলাম সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, এই কলেজ থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীবৃন্দ ।
পুরো অনুষ্ঠানটি তিনটি ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া ও অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যের ফাঁকে ফাঁকে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, পল্লীগীতি ও দেশাত্মবোধক গানে গানে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠে মনোমুগ্ধকর । অতিথিদের বক্তব্যের পর এই কলেজ থেকে বিভিন্ন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। প্রথম পর্বের অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন অর্থনীতি বিষয়ের প্রভাষক আবু নাছের শিমুল ও বাংলা বিষয়ের প্রভাষক আজবীয়া খান এশা। দ্বিতীয় পর্বে নামাজ ও দুপুরের খাবার গ্রহণের পর আইসিটি বিষয়ের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইয়াছিন মোল্লার সঞ্চালনায় আমন্ত্রিত শিল্পী ও কলেজ শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তৃতীয় ও শেষ পর্বে প্রকৃতি পর্যবেক্ষণে শিক্ষার্থীদেরকে দশটি বাসে করে নিয়ে যাওয়া হয় অপরূপ সাজে সজ্জিত কুমিল্লা সেনানিবাসে অবস্থিত রূপসাগরে।সেখানে আনন্দঘন পরিবেশে রূপসাগরের রূপের মায়ায় শিক্ষক শিক্ষার্থীরা স্মৃতির ফ্রেমে আবদ্ধ হয়ে। সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠান ও প্রকৃতি পর্যবেক্ষণ সমাপ্তি হয়।
ক্যাপশনঃ রূপসী বাংলা কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ। এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন বিশেষ অতিথি কর্ণেল মো. ফারুফুল আবেদীন, বার্ডের এডিজি মো.সফিকুল ইসলাম, প্রফেসর ড. মো. মেহেদী হাসান, কলেজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. মো. সিদ্দিকুর রহমান, মু. ইফতেখার আলম ভূঁইয়া ও কলেজ অধ্যক্ষ মো. ইয়াছিনুর রহমান সহ অন্যান্য অতিথিবৃন্দ।