ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
Published : Wednesday, 3 August, 2022 at 7:12 PM, Update: 03.08.2022 7:13:55 PM
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহতসংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় মুহাম্মদ কামাল উদ্দিন নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ আগস্ট) দিনগত রাতে আমিরাতের আজমান প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রবাসীদের সূত্রে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি কামালকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


দীর্ঘ ১৮ বছর ধরে প্রবাসে রয়েছেন কামাল। তিনি একটি লন্ড্রি দোকানে কর্মরত ছিলেন ।

কামাল উদ্দিনের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকায়। তার বাবার নাম মুহাম্মদ নিজাম উদ্দিন।