কুমিল্লায় নামি-দামি ব্র্যান্ডের নামে ক্ষতিকর আইসক্রিম, ৫০ হাজার জরিমানা
Published : Wednesday, 3 August, 2022 at 3:52 PM, Update: 03.08.2022 3:54:49 PM
কুমিল্লায় একটি আইসক্রিম কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম এ জরিমানা করেন।
তিনি বলেন, ‘কুমিল্লার জগন্নাথপুর এলাকার ঢাকা আইসক্রিম ফ্যাক্টরিতে মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। তারপর সেই আইসক্রিমে নামি-দামি ব্র্যান্ডের মোড়ক লাগিয়ে বিক্রি করা হচ্ছিল। এসব অনিয়ম প্রমাণিত হওয়ায় আইসক্রিম ফ্যাক্টরিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পাঁচ হাজার আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’