ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লোডশেডিংয়ে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎ আসতেই মারা গেলেন চোর
Published : Wednesday, 3 August, 2022 at 12:06 PM
লোডশেডিংয়ে ট্রান্সফরমার চুরির চেষ্টা, বিদ্যুৎ আসতেই মারা গেলেন চোরনারায়ণগঞ্জের আড়াইহাজারে পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।এর আগে, মঙ্গলবার রাত ১২টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃতের পরিচয় জানা যায়নি।স্থানীয় কৃষক শরীফ জানান, রাত ১২টার দিকে লোডশেডিং চলছিল। এ সুযোগে তার বাড়ির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির ট্রান্সফরমারটি চুরির চেষ্টা করেন চোর। হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে খুঁটিতেই তিনি মারা যান।শরীফ বলেন, এর আগেও বেশ কয়েকবার ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছিল। পরে স্থানীয়রা টাকায় বিদ্যুতের ব্যবস্থা করা হয়। এ সঞ্চালন লাইন থেকে প্রায় শতাধিক গ্রাহক বিদ্যুতের সেবা নিচ্ছেন।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা দেখা হবে। মৃতের পরিচয় শনাক্তে কাজ চলছে।