জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী পারিসা আক্তারের ফোন উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ১১ দিন পর ফোনটি উদ্ধার হলো। এর সঙ্গে জড়িত একজন ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপপুলিশ কমিশনার ফারুক হোসেন এ তথ্য জানান।
ফরুক হোসেন জানান, তেজগাঁও থানা পুলিশ ছিনতাই করা ফোনটি উদ্ধার করেছে। এ সময় ছিনতাইকারীকেও গ্রেফতার করা হয়।
গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার থেকে ছিনতাই হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইল ফোন। এ সময় তিনি পথচারীদের সহযোগিতায় একজন ছিনতাইকারীকে ধরে পুলিশে দেন।
এ ঘটনায় তিনি তেজগাঁও থানায় একটি মামলাও করেন।
এদিকে ফোন উদ্ধার ও ছিনতাইকারীকে গ্রেফতারের খবরে উচ্ছ্বসিত পারিসা। তিনি বলেন, ‘দেশ থেকে এমন অপরাধ মুছে যাক। সবাই সচেতন হলে এমন অপরাধ থাকবে না।’