ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
স্ত্রীকে পিটিয়ে হত্যার পর লাশ হাসপাতালে নিলেন স্বামী
Published : Wednesday, 3 August, 2022 at 12:35 PM, Update: 03.08.2022 12:37:24 PM
স্ত্রীকে পিটিয়ে হত্যার পর লাশ হাসপাতালে নিলেন স্বামীকিশোরগঞ্জের কটিয়াদীতে স্ত্রীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী জসিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার লোহাজুরী ইউপির দক্ষিণ ঝিড়ারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। 
জসিম উদ্দিন একই গ্রামের দুখু মিয়া ওরফে দুইখ্যা চুরের ছেলে এবং নিহত স্ত্রী রিনা আক্তার ওই গ্রামেরই মহরম আলীর মেয়ে।


 
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কথা-কাটাকাটির জেরে রিনাকে লাঠি পেটা করেন জসিম। এতে মাটিতে লুটিয়ে পড়েন রিনা। জসিম রাত ১১টার দিকে গুরুতর আহতাবস্থায় তাকে কটিয়াদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মাদকাসক্ত জসিম উদ্দিনকে গ্রেফতার করে।
এ ঘটনায় রাতেই একটি হত্যা মামলা করেন রিনা বাবা মহররম আলী।

কটিয়াদী মডেল থানা কম্পাউন্ডে আটক জসিম উদ্দিন জানান, আমার বউ রিনা ছোট ছোট তিনটি সন্তানকে বাড়িতে ফেলে রেখে বিভিন্ন স্থানে চলে যায়। জাকিরের সহযোগিতায় সে অসামাজিক কার্যকলাপ করে। জাকিরের সঙ্গে মোবাইলে কথা বলে। এ জন্য আমি তাকে লাঠি দিয়ে পিটিয়ে মাইরা ফালাইছি।
 
রিনার বাবা মহররম আলী জানান, জসিম একজন মাদকসেবী। সে আমার মেয়েকে সবসময়ই নির্যাতন করত। জসিম রিনাকে পিটিয়ে হত্যা করেছে। এ সময় তার বাড়ির লোকজন তাকে বাধা দিল না কেনো? মারধর করার সময় কেউ তাকে বাধা দিলে আমার মেয়েকে হত্যা করতে পারত না। এ হত্যাকাণ্ডে জসিমের সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে আমি সবার শাস্তি চাই।

কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদাত হোসেন জানান, মাদকাসক্ত জসিম উদ্দিন প্রায়ই তার স্ত্রী রিনা আক্তারকে মারধর করত। মঙ্গলবার রাতে সে তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে নিজেই লাশ হাসপাতালে নিয়ে আসেন। আমরা তাকে গ্রেফতার করেছি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। জসিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হবে।