ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মারধরের ভিডিও করায় যুবককে পেটানো ইউপি সদস্য গ্রেফতার
Published : Wednesday, 3 August, 2022 at 12:29 PM, Update: 03.08.2022 12:31:46 PM
মারধরের ভিডিও করায় যুবককে পেটানো ইউপি সদস্য গ্রেফতারগাজীপুরে চুরির অভিযোগে এক যুবককে মারধর করার সময় ভিডিও ধারণ করায় আরেক যুবককে লাঠি দিয়ে পেটানো ইউপি সদস্য রাশেদুল হককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০২ আগস্ট) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। রাশেদুল সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। 


জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, গত ২৯ জুলাই বিকালে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর এলাকার বিকেবাড়িতে (সিটপাড়া) এক যুবককে ধরে নিয়ে আসেন। মুরগি চুরির মিথ্যা অভিযোগে তাকে মারধর করেন। ওই মারধরের ভিডিও উপস্থিত এক যুবক ভিডিও ধারণ করায় ইউপি সদস্য রাশেদুল তাকেও লাঠি দিয়ে পেটান। 

এ ঘটনা সোমবার (১ আগস্ট) বিকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মারধরের শিকার যুবক মঙ্গলবার  ইউপি সদস্য রাশেদুল হককে অভিযুক্ত করে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে ওইদিন রাতেই পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার ইউপি সদস্যকে আজ গাজীপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।