ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় রোটারি ক্লাবের প্রেসিডেন্সিয়াল দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা
Published : Thursday, 4 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
রোটারি ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার প্রেসিডেন্সিয়াল দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে উপজেলা পরিষদ মিলনায়তনে এর আয়োজন করা হয়। এছাড়া অনুষ্ঠানে নির্বাচিত রোটারিয়ান জনপ্রতিনিধি ও সমাজসেবককে সংবর্ধনা সংবর্ধনা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সোহেল রানা। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান হারুন অর রশিদ ভূইয়া। সঞ্চালনা করেন রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ এর ডেপুটি গবর্নর রোটারিয়ান কবির আহমেদ ভূইয়া। সংবর্ধিত অতিথিরা ব্রাহ্মণপাড়া সদর ইউপির চেয়ারম্যান রোটারিয়ান জহিরুল হক ও বিশিষ্ট সমাজ শিল্পপতি সেবক ইব্রাহিম খলিল।
বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপ্পেলা রাজু নাহা, মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, বিশিষ্ট শিল্পপতি আবু হানিফ শিপু, ডেপুটি গবর্নর মো. মহসিন রহমান, নোটারিয়ান অধ্যক্ষ নজরুল ইসলাম, বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রবাসী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোটারিয়ান ওমর ফারুক।
উপস্থিত ছিলেন রোটারিয়ান সাংবাদিক সৈয়দ আহাম্মদ লাভলু, সাংবাদিক আবদুল আলীম খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সরকার, রোটারিয়ান প্রভাষক জামাল হোসেন, সহকারী অধ্যাপক আবদুল কুদ্দুস, গোলাম মোস্তফা, যুবলীগ নেতা মশিউল আলম সোহাগ, ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, প্রভাষক ইমন হোসেন রোটারিয়ান সাংবাদিক আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব কুমিল্লা ব্রাহ্মণপাড়ার ২০২১-২২ এর সভাপতি রোটারিয়ান হুমায়ুন কবির কলার হস্তান্তর এর মাধ্যমে ২০২২-২৩ এর দায়িত্ব অর্পণ করেন নবনির্বাচিত সভাপতি রোটারিয়ান হারুন অর রশিদ এর নিকট।