ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাত দিনব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনী
Published : Friday, 5 August, 2022 at 12:00 AM, Update: 05.08.2022 1:17:20 AM
সাত দিনব্যাপি উচ্চাঙ্গ সঙ্গীত বিষয়ক কর্মশালার সমাপনীবাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমি কুমিল্লা'র ব্যবস্থাপনায় সাতদিন ব্যাপি উচ্চাঙ্গ সংগীত বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ শাহাদাত হোসেন সভাপতিত্বে, জুম এপের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
অতিরিক্ত জেলা প্রশাসক মানব সম্পদ কাবিরুল ইসলাম, বিশিষ্ট নারী নেত্রী পাপরী বসু, সাবেক জেলা কালচারাল অফিসার বীর মুক্তিযোদ্ধা বশিরুল আনোয়ার, জেলা কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ।
এছাড়াও প্রশিক্ষক মোঃ ফকির শহিদুল ইসলাম সুমন এর উপস্থিতিতে উচ্চাঙ্গসংগীত পরিবেশন ও প্রশিক্ষনার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়।
সঞ্চালায় ছিলেন কুমিল্লা জেলা কালচারাল অফিসার আয়াজ মাবুদ।