কুমিল্লায় ৮৮ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। ১১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে জেলার সদর দক্ষিণ মডেল থানার সুবর্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেতাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো-রাজশাহী জেলার তানোর থানার মন্ড মালা (উত্তর পাড়া) গ্রামের মোঃ রুবেল আলী’র ছেলে মোঃ বাঁধন আলী (২৩)।
র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকের মামলা রয়েছে। তার নিজ জেলা রাজশাহী হলেও সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা এলাকায় বসবাস করে রাজমিস্ত্রির কাজের আড়ালে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।