ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় আগুনে বসত ঘর ভস্মীভূত
তিন লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই---
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM, Update: 13.08.2022 12:49:17 AM
ব্রাহ্মণপাড়ায় আগুনে বসত ঘর ভস্মীভূত ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এক কৃষকের বাড়িতে আগুন লেগে বসতঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত ১১ আগস্ট বৃহস্পতিবার রাত ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামের মৃত আকবর আলী সরকারের ছেলে রুহুল আমিন সরকারের বসত ঘরে এ আগুন লাগে। আগুনে প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কৃষক।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় কৃষক রুহুল আমিন দোকানে চা খাওয়ার জন্য যায় এবং পরিবারের অন্য সদস্য গণ পাশের তাদের অন্য ঘরে ছিলো। লোকশূন্য ঘরে রাত ১০ টায় কিভাবে আগুন লেগেছে কেউ বলতে পারছে না। রাতে আগুন লাগার পর এলাকাবাসী ও বাড়ির লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। রুহুল আমিন সরকারের বসত ঘরে থাকা ফ্রিজ, টিভি, বঙ্খাট, স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল সহ প্রায় তিন লক্ষ টাকার মালা মাল পুড়ে ছাই হয়ে যায়।
রাত সারে ১১ টার বুড়িচং ফায়ার সার্ভিস আসার পূর্বেই এলাকার লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।