ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
গুচ্ছ পদ্ধতিতে ‘বি’ ইউনিটের পরীক্ষা আজ
Published : Saturday, 13 August, 2022 at 12:00 AM
দেশব্যাপী চলমান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মানবিক বিভাগে ‘বি’ ইউনিটভুক্ত পরীক্ষা শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে একযোগে পরীক্ষা হবে। গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার দ্বিতীয় ধাপে শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।
দেশব্যাপী চলমান গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার মানবিক বিভাগে ‘বি’ ইউনিটভুক্ত পরীক্ষা শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এদিন সারাদেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের অধীনে একযোগে পরীক্ষা হবে।
এই পরীক্ষায় অংশ নেবেন ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী। এর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২১ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। যা মোট পরীক্ষার্থীর ২২ শতাংশেরও অধিক। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও উপকেন্দ্র হিসেবে ৩টি স্কুল-কলেজে পরীক্ষা নেয়া হবে।
২০২১-২২ শিক্ষাবর্ষের সমন্বিত (স্নাতক) সম্মান ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি শেষ করেছে জবি। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা নিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা যেন সহজেই নিজেদের আসন খুঁজে পান, সেজন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডিজিটাল ব্যানারে রোল নম্বর, কেন্দ্র এবং ভবন নির্দেশক বসানো হয়েছে।
মানবিক বিভাগের পরীক্ষার সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।
অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জানান, সিট-কার্ড, ডোর স্টিকারসহ পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র এরই মধ্যে কেন্দ্রসমূহে পাঠানো হয়েছে।’
তিনি বলেন, ‘গুচ্ছভুক্ত সব কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা হবে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি কেন্দ্র। আমরা এই বিশ্ববিদ্যালয়টিকে ৪০টি কেন্দ্রে ভাগ করেছি এবং বাইরে ৩টি কেন্দ্র। সর্বমোট ৪৩টি কেন্দ্রে পরীক্ষা নেয়ার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার জন্য যা কিছু করা দরকার, সেভাবে প্রস্তুতি নেয়া হয়েছে।’
গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি জানিয়েছে, ভর্তি পরীক্ষার প্রশ্ন হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পাঠ্যসূচির ভিত্তিতে অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে। এতে মোট ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষায় প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা যাবে শূন্য দশমিক ২৫ নম্বর। পাস নাম্বার হবে ৩০। তবে বিভাগ পরিবর্তনের জন্য আলাদা কোনো পরীক্ষা নেয়া হবে না।
‘এ’ ইউনিটের পরীক্ষার মতো শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে পরীক্ষার্থীদের সারিবদ্ধভাবে প্রবেশ করানো হবে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ফটক ও পোগোজ স্কুলের ফটকসহ মোট চারটি ফটক দিয়ে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে।
এর আগে ৩০ জুলাই অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৬৪ হাজার শিক্ষার্থীর পরীক্ষার আসন পড়ে। ওইদিন প্রায় ৯৪ শতাংশ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। ৪ আগস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী:
#পরীক্ষার্থীদের অবশ্যই সকাল সাড়ে ১১ টার মধ্যে স্ব স্ব কেন্দ্রে নিজস্ব আসনে বসতে হবে।
#পরীক্ষার্থীরা বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড বা ব্লুটুথ ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
# উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট পাওয়ার পর উপরের অংশে পরীক্ষার্থীকে তার নাম বাংলা ও ইংরেজিতে এবং মা ও বাবার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে লিখে নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র, উত্তরপত্র এবং অ্যাটেন্ডেন্স শিট-এর স্বাক্ষর অবশ্যই এক হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে।
# প্রশ্ন পাওয়ার পর পরীক্ষার্থীকে ওএমআর শিট-এ সর্বপ্রথম সেট কোড লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
# রোল নাম্বার ও সেট কোডে ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল করা হবে।
# পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে ওএমআর শিট সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে।
# প্রশ্ন উভয় পৃষ্ঠায় স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। উভয় পৃষ্ঠায় না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে জানাতে হবে।
# পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রে ছবির উপর স্বাক্ষর করেছেন কি না পরীক্ষার কক্ষ ছেড়ে যাওয়ার আগে নিশ্চিত হতে হবে।