Published : Sunday, 14 August, 2022 at 11:44 AM, Update: 14.08.2022 11:47:00 AM
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১৪ আগস্ট) ভোরে ফতুল্লার পঞ্চবটি মেথরখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম শেরপুর জেলার সদর থানার গাজীর খামার গ্রামের মোতালেব হুসাইনের ছেলে।
স্বজনরা জানান, চাকরির সন্ধানে মুন্সীগঞ্জে যাচ্ছিলেন সাইফুল। সেখানে তার এক আত্মীয় চাকরি জোগাড় করে দেবেন বলেছিলেন। সেই আশ্বাসে শনিবার রাতে শেরপুর থেকে বাসে মুন্সীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। রবিবার ভোরে ফতুল্লার পঞ্চবটি পৌঁছে ছোট বোনের জামাইয়ের মোবাইল ফোনে কল দিয়ে কথা বলেন। এর কিছুক্ষণ তিনি খুন হয়েছেন বলে স্বজনদের জানায় পুলিশ।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাৎ হোসেন জানান, শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।লাশ সদর হাসপাতালের মর্গে রয়েছে। স্বজনদের সঙ্গে কথা হয়েছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন জানান, সাইফুল শেরপুর থেকে চাকরির সন্ধানে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে তাকে হত্যা করা হয়েছে। কে বা কারা হত্যা করেছে তা নিশ্চিত এখনও জানা যায়নি। এটা ছিনতাইয়ের ঘটনা কিনা তা তদন্তের পরে বলা যাবে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।