জাতীয় প্রেসক্লাবে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের উদ্দেশ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘বঙ্গবন্ধুর মতো বঙ্গবন্ধুর মেয়েও দেশকে ভালোবাসেন। তিনি চান সবাই ভালো থাকুক। সবাই খুশি থাকবে। সবাই ভালোভাবে কাজ করবে। তাই তোমরা যখন ভালো কিছু করো, লেখাপড়া করো, ছবি আঁকো, নাচ পারো আমাদেরও তখন খুব ভালো লাগে।’
শনিবার (১৩ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
দীপু মনি বলেন, ‘কামরুল হাসান, জয়নুল আবেদীনের মতো আমাদের দেশে অনেক ভালো ভালো শিল্পী হয়েছেন, তোমরাও এমন ভালো শিল্পী হবে নিশ্চয়ই।'
শিশুদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে জানার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর জীবন নিয়ে জানবে। উনি আমাদের কত ভালোবেসেছেন। আমাদের জন্য ত্যাগ স্বীকার করেছেন। কত কষ্ট করেছেন, সেগুলো জানতে হবে।’
দেশ ও ভাষাকে ভালোবাসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ভাষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ বলছেন, একজন মানুষর তিন জন মা— যিনি জন্ম দিয়েছেন, মায়ের ভাষা, আর একটি মা আর আমাদের দেশ। আমরা যেমন নিজের মাকে ভালোবাসি তেমনই আমাদের ভাষা ও দেশকে ভালোবাসতে হবে। দেশের উপকার হয় এমন ছোট ছোট অনেক কাজ করতে হবে।’
চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আয়োজিত হয় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে।