মারামারি মামলায় এক বছরের সাজা এড়াতে ৯ বছর ধরে পালিয়ে ছিলেন আমিন (৫৫) নামের এক ব্যক্তি। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন তিনি।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। গ্রেফতার আমিন জেলার ফতুল্লার লামাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০০৮ সালে মারামারির ঘটনায় ফতুল্লা মডেল থানায় দায়ের করা একটি মামলায় নারায়ণগঞ্জ সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালত ২০১৩ সালে আমিনের অনুপস্থিতে এক বছরের সাজা দেন। রায় ঘোষণার আগে থেকেই তিনি পলাতক ছিলেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, সাজাপ্রাপ্ত আমিন মামলার রায় ঘোষণার আগে থেকেই পলাতক ছিলেন। রায়ের নয় বছর পর শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।