জাতীয় শোক দিবসে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উদ্যোগে কোরআনখানি ও আলোচনাসভা
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লা জেলার উদ্যোগে জেলা, ১৭টি উপজেলা, মডেল রিসোর্স সেন্টার ও ২৫০৫টি শিক্ষাকেন্দ্রে খতমে কোরআন, আলোচনা ও মিলাদ মাহফিলসহ জেলার সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট সোমবার বেলা ১২টায় কুমিল্লা জেলা কালেক্টরেট মসজিদে খতমে কোরআন ও জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মোহাম্মদ শাহাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ উন্নয়ন ব্যবস্থাপনা) মো. কাবিরুল ইসলাম খান,
মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবদুল মান্নান। সভাপতিত্বে করেন ইফা কুমিল্লার উপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড অফিসার মাসুদ রানা, মাস্টার ট্রেইনার নোমান আলমগীর, ফিল্ড সুপারভাইজার মো. রেজাউল করিম ও মাওলানা জাকির হোসেন ও মাওলানা নুরুল্লাহ আল কাদেরী।
কুমিল্লা জেলা ও ১৭টি উপজেলার মসজিদে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করা হয়। এছাড়া সকল উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে খতমে কুরআন, মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করা হয়।
আলোচনা শেষে ১৫ আগস্ট নৃসংশভাবে শাহাদাতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া করা হয়।