ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার : গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় কুমিল্লার লালমাই উপজেলায় পালিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, শোকর‌্যালি, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা চেয়ারম্যান, ইউএনও, ওসি, প্রশাসনের বিভিন্ন শাখার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
বিভিন্ন আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালির জন্য আজকের দিনটি শোকের। বিশ্ব মানবতার জন্যও আজকের দিনটি কলঙ্কের। শুধু বাংলাদেশ ভূখন্ডে নয়, দুনিয়াজুড়ে বিবেকবান মানুষের কাছে ভয়ংকর বিষাদের এক দিন ১৫ আগস্ট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা করে। ইতিহাসের ঘৃণ্য ও নৃশংসতম হত্যাকাণ্ড ঘটিয়ে তারা কলঙ্কিত করে বাঙালি জাতিকে।
এছাড়া শোকদিবস উপলক্ষে উপজেলার সব ইউনিয়নে দিনব্যাপী কর্মসূচি পালন করেছে রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার মো.  ফোরকান এলাহি অনুপম, সহকারী কমিশনার( ভূমি) নাছরীন আক্তার, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রওনক জাহান, নির্বাচনী কর্মকর্তা সাদিকা সুলতানা, মৎস্য কর্মকর্তা হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন প্রমুখ।