ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর ||
কুমিল্লার চান্দিনায় যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ র?্যালি, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোকচিত্র, চারুকলা প্রদর্শনী, যুব ঋণ বিতরণ, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ দোয়া ও মাহফিলে শাহাদাৎ বরনকারী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কলেজ সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নাছিমা আক্তার এর সঞ্চালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চান্দিনা পৌর মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মুন্সি, চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হাজী আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. খলিলুর রহমান বাঙালী প্রমুখ। পরে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
ছাত্রলীগ ও যুবলীগের আলোচনা সভা
দুপুরে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ছাত্রলীগ ও যুবলীগের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মনির খন্দকারের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মজিবুর রহমান, চান্দিনা উপজেলা কৃষকলীগ সভাপতি শাহ্ সেলিম প্রধান, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
এতিমদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন
চান্দিনা আল-আমিন ইসলামিয়া এতিমখানা কমপ্লেক্সের এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সোমবার (১৫ আগস্ট) সকালে চান্দিনা বাজার মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগ নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর উদ্যোগে মিলাদ, মাহফিল, দোয়া ও মুনাজাত হয়। তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স তন্নী এন্টারপ্রাইজে দোয়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম। বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, পৌরসভা ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সেলিম গাজী, ব্যবসায়ী মো. ইউনুছ প্রমুখ।
লক্ষীপুর মাদ্রাসায় আলোচনা সভা ও গণভোজ
কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ ইউনিয়নের লক্ষীপুর আলিম মাদ্রাসায় শোক র?্যালি, আলোচনা সভা, দোয়া, মুনাজাত ও গণভোজের আয়োজন করা হয়। সকালে মাদ্রাসা মিলনায়তনে জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও মাদ্রাসা পরিচালনা পর্ষদ সভাপতি মো. আবদুস সালাম সওদাগর এর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এসময় ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন- লক্ষীপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নেওয়াজ ওয়াজেদী, জোয়াগ ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম মেম্বার, প্রভাষক মাসুমুর রহমান মাসুদ, জোয়াগ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার মো. মিজানুর রহমান, জোয়াগ ইউনিয়ন যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম বিজয়, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ নেতা রাজিব দত্ত, মো. রবিউল আলম সজীব, জোয়াগ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাহিদ হাসান হৃদয়, দোল্লাই নবাবপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ সহ-সভাপতি মাহমুদুল হাসান রাসেল, ছাত্রী উম্মে রুম্মান মিলি, তাহমিনা আক্তার মিতু, মো. মহিউদ্দিন প্রমুখ।