দাউদকান্দিতে ব্যারিষ্টার নাঈম হাসানের নেতৃত্বে শোক দিবস পালিত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
কুমিল্লা দাউদকান্দিতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর অন্যতম সদস্য ও কুমিল্লা -১ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ব্যারিষ্টার নাঈম হাসানের নেতৃত্বে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দাউদকান্দি উপজেলার একাধিক স্থানে অনুষ্ঠান পালন করা হলেও গোযালমারী বাজার, পেন্নাই ঈদগাহ মাঠ, কুশিয়ারা বাজার, বিটেশ্বর পশ্চিম বাজার ও চক্রতলা বাজারের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন।
প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট কালোরাত্রিতে নিহত সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি আওয়ামীলীগের নেতাকর্মীদের অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার আহবান জানান। তিনি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা'র হাতকে শক্তিশালী করার জন্য প্রতিটি নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহবান জানান।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও তবারুক বিতরণ করা হয়। এ সময় উপজেলা আওয়ামীলী, যুবলীগ, স্বেচ্ছসেবকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।