Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM, Update: 16.08.2022 1:02:35 AM

জাতীয় শোক দিবস উপলক্ষে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির পিতাকে স্মরণ করেছে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতাকে স্মরণ করেছে বরুড়া পৌরসভা আওয়ামী লীগ।
কর্মসূচির মধ্যে ছিলো জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, কালো ব্যাজ ধারণ, উপজেলা কমপ্লেক্সে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, শোক দিবসের আলোচনা, শোক র্যালি, দোয়া অনুষ্ঠান ও গণভোজ।
১৫ আগস্ট, সোমবার শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৮ আসনের সংসদ সদস্য জনাব নাছিমুল আলম চৌধুরী (নজরুল)। বরুড়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ারের সঞ্চালনায় পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবদুর রশিদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন লিংকন ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক সদস্য, যুবলীগ নেতা, ক্রীড়াব্যক্তিত্ব মোঃ সোহেল সামাদ।
এসময় উপস্থিত ছিলেন বরুড়া পৌরসভা আওয়ামী লীগ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, তাঁতী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের পাশাপাশি হাজারো মানুষ।