Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM, Update: 16.08.2022 1:02:38 AM

স্টাফ রিপোর্টার।। কুমিল্লার সদর দক্ষিণের পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা ও কাঙ্গালিভোজের আয়োজন করা হয়েছে। সোমবার (১৫ আগস্ট) বিকেলে ইউনিয়নের ১নম্বর ওয়ার্ড লালবাগ মাদরাসার মাঠে এর আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাতিত্ব করেন, ৬ নম্বর পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম হারিছ মিয়া। সদর দক্ষিণ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য হানিফ চৌধুরীর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এম এ আউয়াল, সহ-সভাপতি ওয়েদার রহমান মাষ্টার, ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম রিপন। শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল মতিন মজুমদার, সদস্য মোখলেছুর রহমান (মেম্বার)। ১নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবুল, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাক্তার সামাদ,সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ৬ নং পূর্ব জোড়কানন ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ইয়াছিন আরাফাত, ছাত্রলীগ নেতা পলাশ চৌধুরী, আল- আমিন, সাইদুল অন্তর সহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড এর নেতৃবৃন্দরা সহ আরো অনেকে।