Published : Wednesday, 17 August, 2022 at 2:04 PM, Update: 17.08.2022 2:07:12 PM
রাজধানীর উত্তরায় গার্ডার পড়ে পাঁচ জন নিহতের ঘটনায় ছায়া তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৭ আগস্ট) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবি প্রধান হারুন অর রশীদ সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।
হারুন অর রশীদ বলেন, ‘এ ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে। থানা পুলিশ কাজ করছে। আমরাও ছায়া তদন্ত করছি। তবে মামলাটি আমাদের কাছে এখনও আসেনি।’
উল্লেখ্য, গত ১৫ আগস্ট রাজধানীর দক্ষিণ খানে বৌভাতের অনুষ্ঠান শেষে আশুলিয়া যাওয়া পথে জসীমউদ্দীনের ঢাকা-ময়মনসিংহ রোডে পৌঁছালে বিআরটি প্রকল্পের একটি ক্রেন থেকে গার্ডার প্রাইভেট কারের ওপর পড়ে। এতে ৫ জন নিহত ও ২ জন আহত হন।
নিহতরা হলেন রুবেল (৬০), ফাহিমা (৪০), ঝরনা (২৮), ঝরনার দুই সন্তান জান্নাত (৬) ও জাকারিয়া (২)। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। শুধু বেঁচে গেছেন হৃদয় ও রিয়া মনি নামের নবদম্পতি। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তবে বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছেন।