বুড়িচংয়ে সাজাদ্দ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে কুমিল্লার বুড়িচং উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যন সাজ্জাদ হোসেনের নেতৃত্বে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত মিছিলে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান, যুবলীগ নেতা মোঃআলমগীর হোসেন, বিআরডিবি চেয়ারম্যান ও যুবলীগের নেতা শরীফুল ইসলাম ভূইয়া, আলমগীর হোসেন, মোঃজসীম উদ্দিন, যুবলীগের প্রভাবশালী নেতা মোঃ আমিনুল ইসলাম রাছেলের নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন মোঃরফিকুল ইসলাম ভুইয়া, কবির হোসেন (হোয়াইট), জহিরুল ইসলাম মেম্বার, নজরুল ইসলাম, আয়ুব মেম্বার,মোঃ তুহিন হোসেন, ইমতিয়াজ ইমন, মোঃ শফিকুর রহমান, কামরুজ্জামান মিঠু, আবু হাছান ভূইয়া, মনির মেম্বার, আল হেলাল, ফারুক মেম্বার, হেলাল মিয়া, মোবারক হোসেন, জামাল হোসেন, আরিফুল ইসলাম।
মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের মহিলা সদস্য লাভলী আক্তার, বুড়িচং উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক মোসাম্মৎ ইয়াছমিন আক্তার মেম্বার,যুগ্ম আহ্বায়ক ইসরত জাহান, সদস্য রিংকু আক্তার মেম্বার,নাজমা আক্তার মেম্বার, ফেরদৌসি আক্তার মেম্বার, শিল্পী আক্তার, হেলানা আক্তার মেম্বার, খালেদা আক্তার মুন্নীসহ সকল নেতৃবৃন্দ।
ছাত্রলীগ নেতা নাসির উদ্দীন রানা, ছাত্রলীগ নেতা ইঞ্জি: সোহেল, হাবিবুর রহমান হাসান, রাকিবুল ইসলাম, আসিফ, আরিফ খান, তোফায়েল সুমন, শরীফ, আলমগীর, রাফি, মাছুম, কাউসার, রাকিব, আজাদুল, মেহেদী প্রমুখ।
অপরদিকে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে ইউনিয়ন পরিষদের হলরুমে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও রাজাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান কমান্ডার। বিশেষ বক্তার বক্তব্য রাখেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম মাস্টার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড এর আওয়ামী লীগের সভাপতি আবেদ আলী সরদার। পরিচালনা করেন রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পারভেজ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের রাজাপুর ইউনিয়নের আহ্বায়ক মোঃ আঃ রশিদ মেম্বার, বুড়িচং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি মোসলে উদ্দিন,ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ আহমেদ,মনু মিয়া সরদার, ডাঃ শাহীন খান,জামাল খান, আবু ইসহাক, জামাল হোসাইন ভুইয়া,যুবলীগ নেতা জসীম উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা এনামুল হক শামীম, যুবলীগ নেতা ওবায়েদ খান, ছাত্রলীগ নেতা মুজাম্মেল হক, নিশাত সহ প্রমুখ।
সকল শহীদদের স্মরণে এবং আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ শাহজাহান কবির।
ক্যাপশন
কুমিল্লা মহানগরীর ২৬ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন দেওয়ায় নব কমিটির আহবায়ক মোতাহার হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুর রব মিন্টু, যুগ্ন-আহবায়ক মনির হোসেন, যুগ্ন আহবায়ক রুহুল আমিন ও সদস্য সচিব মোঃ আবু সাঈদের নেতৃত্বে মহানগর বিএনপির আহবায়ক মোঃ শওকত আলী বকুল ও সদস্য সচিব মোঃ ইউসুফ মোল্লা টিপুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মোজাহিদ চৌঃ, রেজাউল হক আখি, ইকরাম হোসেন তাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।