স্বর্ণ উদ্ধারের সাত বছর পর ৩ জনের যাবজ্জীবন
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
১২০ পিস স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২১ আগস্ট) মহানগর দায়রা জজ বেগম জেবুননেছা এ রায় দেন। একই রায়ে আদালত দণ্ডিত তিন আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মহানগর পিপি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন আসামি হলো জাকির হোসেন মুন্না, মো. জহির ও মো. ফারুক। রায় ঘোষণার সময় মো. ফারুক উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৩ জুন বায়েজিদ বোস্তামী থানাধীন রুবি গেট এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশি করে তেলের ট্যাংকারের ভেতর থেকে ১২০ পিস স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক দাম ছয় কোটি টাকা। এ সময় প্রাইভেটকার থেকে জাকির হোসেন মুন্না, মো. জহির ও মো. ফারুক নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বায়েজিদ বোস্তামী থানার এএসআই সনজীব দত্ত বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৬ সালের ৪ এপ্রিল এ মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় মোট ১৫ জনের সাক্ষী শেষে আদালত এ রায় দেন।