ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিএনপিতে পিতা-পুত্রের  এক অদ্ভুত মিল রয়েছে
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
বিএনপি’র রাজনীতিতে পিতা-পুত্রের এক অদ্ভুত মিল রয়েছে বলে মন্তব্য করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি।
রবিবার (২১ আগস্ট) সকালে কুমিল্লার চান্দিনায় বিক্ষোভ র‌্যালী শেষে দুপুরে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক প্রাণ গোপাল দত্ত বলেন, খুনের মাধ্যমে গণতন্ত্র কখনও প্রতিষ্ঠিত হয় না। বিএনপি খুনের রাজনীতিতে বিশ্বাসী। বিএনপিতে পিতা-পুত্রের এক অদ্ভুত মিল রয়েছে। ৭৫’র ১৫ আগস্ট ঘটনার মূল নায়ক জিয়াউর রহমান এবং ২০০৪ সালের ২১ আগস্ট ঘটনার মূল নায়ক তারই ছেলে তারেক রহমান! তাদের কাছে রক্তের নেশা ছাড়া আর কোন নেশা নেই। তারা খুনের নেশায় পাগল থাকতেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে খুন ও প্রতিহিংসার কোন স্থান নেই। বাংলাদেশ ছাত্রলীগের মূল মন্ত্র ‘শিক্ষা-শান্তি-প্রগতি’। সুতরাং তারেক রহমান ছাত্রলীগ থেকে মন্ত্র নিয়ে ২১ আগস্ট এর গ্রেনেড হামলা মামলার সাজা ভোগ করে জাতির কাছে ক্ষমা চেয়ে রাজনীতিতে ফিরে আসা উচিত।
চান্দিনা পৌরসভার আধুনিক কমিউনিটি সেন্টারে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি মো. মহিউদ্দিন এর সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
তিনি বলেন, আগস্ট আসলেই বঙ্গবন্ধুর খুনিরা মাথাচাড়া দিয়ে উঠে। ২১ আগস্টের রাজনৈতিক সভায় এতো বড় হত্যা যজ্ঞ পৃথিবীর ইতিহাসে আর নেই। আগস্টের ওই শোককে আমরা শক্তিতে রূপান্তর করে হত্যাকারী ও স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে সর্বদা রুখে দাঁড়াবো।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আসাদ্দুজামান রনি, তিতাস উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুল হাসান তুষার, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, দেবীদ্বার উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান আরেফিন ইমু।
এর আগে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠ থেকে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি’র নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ বের হয়। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ চান্দিনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ আহবায়ক শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম চেয়ারম্যান, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, পৌর যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক মনির খন্দকার, জোয়াগ ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সালাম সওদাগর, পৌর কাউন্সিলর আবু কাউসার, পৌর সে¦চ্ছাসেবকলীগ সভাপতি হাবিবুর রহমান জনি, সাধারণ সম্পাদক আবু মুছা জনি প্রমুখ।