ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা আওমীলীগের উদ্যোগে ২১ আগস্ট  গ্রেনেড হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে গত রবিবার বিকালে নিউ মার্কেট রহমানিয়া সুপার মার্কেটের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন সরকারের সভাপতিত্বে ও সদস্য  লুৎফর রহমান বাবুলের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. রোশন আলী মাস্টার।
সভায় আরও বক্তব্য রাখেন, উত্তর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মতিন মুন্সি, শেখ আবদুল আউয়াল, যুব ও ক্রীড়া সম্পাদক সফিকুল আলম কামাল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সাজেদা আক্তার মায়া, উপদেষ্টা এটিএম মেহেদী হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম মনিরুজ্জামান মাস্টার, সদস্য মো. মোসলেহ উদ্দিন মাস্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম (চেয়ারম্যান), উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ নেত্রী মোসা.শিরিন সুলতানা শ্রমিকলীগ নেত্রী শাহিনুর লিপি, উত্তর জেলা  যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম শামীম, উপজেলা যুবলীগ নেতা মো. ইকবাল হোসেন রুবেল প্রমুখ।   
আলোচনা সভায় বক্তারা বলেন, ২১ আগস্ট বাংলাদেশের ইতিহাসে বারুদ আর রক্তমাখা বিভীষিকাময় রাজনৈতিক হত্যাযজ্ঞের দিন। আজ এই নারকীয়গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকী। ২০০৪ সালের এই দিনে ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই হামলা থেকে প্রাণে বেঁচে গেলেও প্রাণ হারান দলের ২৪ নেতাকর্মী, পঙ্গুত্ববরণ করতে হয় অনেককে। ঘাতকচক্রের লক্ষ্য ছিল  আওয়ামী লীগকে নেতৃত্বহীন করা, দেশে স্বৈরশাসন ও জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করা। কিন্তু বাংলাদেশের জনগণ সেই নারকীয় কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে সেই অপচেষ্টা রুখে দেয়।
আলোচকগণ আরো বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের  গ্রেফতার করে বিচার করা ছিল বিএনপি সরকারের নৈতিক দায়িত্ব। কিন্তু সে সময়ের সরকার তা করেনি। বর্তমান সরকার ২০০৯ সাল থেকেই এই বিভীষিকাময় কর্মকাণ্ডের বিচার কাজ করে যাচ্ছে। দ্রুত বিচারিক প্রক্রিয়া শেষ করে মামলার রায় কার্যকর করার জন্য বক্তাগণ আহ্বান জানান। তাঁরা আরো বলেন, স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধ চক্র এখনো নানা ভাবে  সোচ্চার আছে। এই অপশক্তির যেকোনো চক্রান্ত-ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. আবদুল মান্নান মোল্লা, সহসভাপতি মো. শাহাদাৎ হোসেন মিঠু,  সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

শোক সংবাদ
দেবিদ্বার সরকার বাড়ির আমেরিকা প্রবাসী আলহাজ¦ আবদুল জলিল সরকার (৯৫) গত ১৭ আগস্ট রাত দেড়টায় নিউইয়র্ক শহরের একটি হাসপাতালে  ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মরহুমের নামাজের জানাজা গতকাল ২১ আগস্ট দেবিদ্বার কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুর সময় তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।