ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে অগ্নিকান্ডে দোকানসহ বসত ঘর ভস্মীভূত
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM, Update: 22.08.2022 1:21:10 AM
দাউদকান্দিতে অগ্নিকান্ডে দোকানসহ বসত ঘর ভস্মীভূতআলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দি পৌর সদরে অগ্নিকান্ডে দোকানসহ বসত ঘর পুড়ে গেছে। রবিবার (২১ আগষ্ট) রাত আনুমানিক পৌনে তিনটায় পৌর সদরের সাহাপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডের খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ধারণা করা হচ্ছে বৈদুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকান্ডে ১টি দোকান এবং ৩টি বসত ঘর পুঁড়ে ছাই হয়ে যায়। পৌরসভার সাহা পাড়া গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউর আখড়ার সামনে বাবু গোপ ও নারায়ন সাহার বাড়ির ভাড়াটিয়া ঘরে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতির দাবী করেন ভুক্তভোগী পরিবার।