Published : Monday, 22 August, 2022 at 12:00 AM, Update: 22.08.2022 1:21:13 AM
কুমিল্লার
পুকুরে ডুবে ইমতিয়াজ আহমেদ আবদুল্লাহ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২১ আগস্ট) সকালে উপজেলার ঝলম উত্তর ইউনিয়নের বাংলাইশ গ্রামের এ
দুর্ঘটনা ঘটে। ইমতিয়াজ ওই গ্রামের মিয়াজি বাড়ির সোহাগ মিয়ার একমাত্র ছেলে।
পুলিশ
ও স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে ওঠে আবদুল্লাহ বাড়ির পাশের পুকুরে মুখ
ধুতে যায়। এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে স্বজনরা
বিভিন্ন দিকে খুঁজতে থাকে। পরে ৯টার দিকে তাকে পুকুরে ভাসতে দেখে তাকে
উদ্ধার করা হয়।
মনোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আলম
বলেন, বিষয়টি জেনেছি। স্বজনদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি
দেওয়া হয়েছে।