Published : Monday, 22 August, 2022 at 12:00 AM, Update: 22.08.2022 1:21:34 AM
এবিএম আতিকুর রহমান বাশার |
দেবীদ্বারে
স্বামী কর্তৃক স্ত্রীকে নির্মম নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ
মাধ্যমে ভাইরাল হলে ভিডিওর সূত্র ধরে শাহাদাত হোসেন (২৮) নামে এক
রাজমিস্ত্রীকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ। সে এলাহাবাদ ইউনিয়নের
হারস্বার গ্রামের ইউনুছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ৩ লক্ষ
টাকা যৌতুকের দাবীতে উপজেলার হারস্বার গ্রামের মোঃ ইউনুস মিয়ার পুত্র
রাজমিস্ত্রী মোঃ শাহাদাত হোসেন তার স্ত্রী ৩ সন্তানের জননী রুজিনা আক্তার
(২২)কে প্রতিনিয়ত অমানবিক নির্যাতন করে আসছিল। রোববার সকালে নিজ বাড়ির
পাশের একটি দোকানের সামনে প্রকাশ্যদিবালোকে বেত্রাঘাত, চর, থাপ্পর, মুখে
লাথি মেরে এবং চুলের মুঠু ধরে টানা হেঁচরা করে অমানবিক নির্যাতন করে। ওই
সময় রবিউল রবি নামে এক ফেসবুক ব্যাবহারকারী ৫৫ মিনিটের একটি ভিডিও ধারন করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আইডি থেকে টিম “দেবীদ্বার গ্রুপে” আপলোড করলে
তা মুহুর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিক্টিমের মা’ ঝরণা বেগম জানান, ২০১৯
সালের ১৫ জুন পিতৃহারা মেয়ে রুজিনা আক্তারকে জমি বিক্রি করে ৩ লক্ষ টাকা
যৌতুক দিয়ে বিয়ে দেই। বিয়ের পর থেকেই আরো যৌতুকের দাবীতে মারধর করে আসছিল।
এরই মধ্যে তার স্বামী শাহাদত হোসেন পটুয়াখালী তথ্য গোপন করে যৌতুক নিয়ে আরো
একটি বিয়ে করে। ওরা জানতে পেরে তার বিরুদ্ধে প্রতারনা ও নারী নির্যাতন
মামলা করে জেলে পাঠায়। প্রায় ৮ মাস জেল খেটে জামিনে এসে আমার মেয়ের উপর
যৌতুকের দাবীতে নির্যাতন শুরু করে।
বিষয়টি দেবীদ্বার থানা পুলিশের
নজরে এলে এলাহাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিনের সহযোগীতায় মোঃ শাহাদাত
হোসেনকে রোববার বিকেলে আটক করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে দেবীদ্বার
থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নারী নির্যাতনের ভিডিওটি দেখার
পর স্থানীয় চেয়ারম্যানের সহায়তায় নির্যাতনকারী স্বামী মোঃ শাহাদাত হোসেনকে
আটক করে থানায় নিয়ে আসি। নির্যাতিতা রুজিনা আক্তারকে চিকিৎসার ব্যাবস্থা
করি। রুজিনা আক্তার বাদী হয়ে মোঃ শাহাদাত হোসেনকে একমাত্র আসামী করে নারী ও
শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।