ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশ ও র‌্যাবের হাতে গ্রেপ্তার ১৫
‘কিশোর গ্যাংয়ের বিরোধে শাহাদাত খুন’
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM, Update: 22.08.2022 1:21:49 AM

‘কিশোর গ্যাংয়ের বিরোধে শাহাদাত খুন’তানভীর দিপু:
কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল ও রতন গ্রুপের বিরোধের জেরে ১৯ আগষ্ট সন্ধ্যায় পৌর উদ্যানের সামনে প্রক্যাশে ছুরিকাঘাত করে হত্যা করা হয় মোগলটুলীর বাসিন্দা শাহাদাতকে। র‌্যাবের হাতে আটক ৬ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এমন তথ্য পেয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে র‌্যাব কুমিল্লার অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটককৃতদের মধ্যে রতন গ্রুপের প্রধান রতন ছাড়াও অন্যান্যরা হলো  আকাশ, সিয়াম, তানজিদ, ইয়াসিন ও আসিফ। তাদের কাছ থেকে একটি এন্টিকাটার, ২ টি স্ইুচ গিয়ার ও ৪টি বড় উদ্ধার করা হয়েছে।
এদিকে গত দুই দিনে পুলিশ ও গোয়েন্দা পুলিশের হাতে এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে আরো ৯ জন। কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, শাহাদাতের মা শাহানারা বেগম বাদী হয়ে শনিবার রাতে ৩০ জনের নাম উল্লেখসহ আরো ৬/৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। আটককৃত সবাই এজাহারনামীয় আসামী।
উল্লেখ্য, গত ১৯ আগষ্ট সন্ধ্যায় কুমিল্লা নগর উদ্যানের সামনে প্রকাশ্যে শাহাদাত নামে এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যা করে একটি গ্যাং। শাহাদাত ঈগল নামে আরেকটি গ্রুপের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।