কুমিল্লায় নুতুন পুলিশ সুপারের যোগদান
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM, Update: 23.08.2022 12:49:41 AM

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন আবদুল
মান্নান বিপিএম। গতকাল সোমবার তিনি কুমিল্লায় এসেছেন। গত ৩ অগাস্ট
স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগ (পুলিশ-১) এর উপসচিব ধনঞ্জয়
কুমার দাস স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে বদলির এ
আদেশ দেয়া হয়। একই আদেশে দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন করা হয়।
কুমিল্লার সদ্য সাবেক পুলিশ সুপার ফারুক আহমেদ অতিরিক্ত ডিআইজি পদে
পদোন্নতি পাওয়ায় তিনি এসেছেন।
নতুন পুলিশ সুপার আবদুল মান্নান এর আগে
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্মরত ছিলেন। তার জন্মস্থান গাজীপুরে
জেলার জয়দেবপুর । তিনি ২০০৬ সালে আগস্টের শেষের দিকে বিসিএস ২৫ ব্যাচে
হিসেবে পুলিশে যোগদান করেন।