অফিসের নতুন সময়সূচির প্রজ্ঞাপন জারি
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
সরকারি,
আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি
নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (২২ আগস্ট)
মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার
আগামী ২৪ আগস্ট থেকে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও
আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়স‚চি পরবর্তী নির্দেশনা না দেওয়া
পর্যন্ত নির্ধারণ করলো—
রবিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি।
প্রজ্ঞাপনে
আরও বলা হয়, জরুরি পরিষেবাগুলো নতুন অফিস সময়স‚চির আওতাবহির্ভ‚ত থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সময়স‚চি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ নির্ধারণ
করবে।
এতে আরও বলা হয়, ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের দাফতরিক সময়স‚চি সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
উল্লেখ্য, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এর
আগে সোমবার (২২ আগস্ট) মন্ত্রিসভা আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে সব সরকারি
ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত খোলা
রাখার সিদ্ধান্ত নেয়।