পাকিস্তানী দোসররা এ দেশকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল
Published : Monday, 29 August, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পাকিস্তানী দোসররা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সকল সদস্যকে হত্যা করে এ দেশকে নেতৃত্ব শূণ্য করতে চেয়েছিল। ভাগ্য সু-প্রসন্ন হওয়ায় শেখ হাসিনা ও শেখ রেহানা সেদিন প্রাণে বেঁচে গিয়ে ছিল। পরবর্তীতে শেখ হাসিনা দেশে ফিরে আওয়ামী লীগের হাল ধরে প্রধানমন্ত্রী হন। বিএনপি ক্ষমতায় এসে ২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনাকেও মেরে ফেলতে গ্রেনেড হামলা চালিয়েছিল। সে দিনের হামলায় আওয়ামীলীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। এ কারণেই সরকার আগস্ট মাসকে শোকাবহ মাস ঘোষণা করেছেন।
এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ শনিবার দুপুরে কুমিল্লার দক্ষিণ মুরাদনগরের ৬ ইউনিয়নের উদ্যোগে আয়োজিত পাঁচপুকুরিয়া বালুর মাঠে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন আল-রশীদ।
পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবদুস ছামাদ মাঝির সভাপতিত্বে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক সাইফুল ইসলাম রাজীব, ধর্ম বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন মোল্লা, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ¦ মোহম্মদ ইসমাইল ও কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর কবির, আওয়ামীলীগ নেতা ওয়াহিদুজ্জামান সরকার জামাল, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক গোলাম সারওয়ার চিনু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন, জাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম, বাঁশকাইট কলেজ সভাপতি কামরুজ্জামান, পাহাড়পুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সফিক তুহিন।
পাহাড়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার ভৌমিকের উপস্থাপনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, কাজী আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন, ইউপি চেয়ারম্যান আবু মুছা সরকার, আবদুল কাদির, সৈয়দ শওকত আহাম্মেদ, ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি কামাল উদ্দিন খন্দকার, ইউপি চেয়ারম্যান আরমান মিয়া ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, আবুল হাসেম ও সফিকুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৫ আগস্ট ও ২১ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের রুহের মাগফেরাত কামনার্থে বিশেষ মোনাজাত করা হয়।