ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত
Published : Monday, 29 August, 2022 at 12:00 AM, Update: 29.08.2022 12:50:47 AM
কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিতকুমিল্লা কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী পালিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকীতে দোয়া ও
আলোচনা এবং বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা ও সংগীতের আয়োজন করা হয়েছে। গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে কুমিল্লা কালচারাল কমপ্লেক্সের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। কমপ্লেক্সের নির্বাচিত সহ সভাপতি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আলোচনা করেন অজিত গুহ মহাবিদ্যালয়েল সাবেক অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, ডাক্তার তৃপ্তিশ চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন রেভিনিউ ডেপুটি কালেক্টর কানিজ ফাতেমা। সভার শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কমপ্লেক্সের কোষাধ্যক্ষ শাহজাহান সিরাজ। স্বাগত বক্তব্য রাখেন সহ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান। পরে কমপ্লেক্স সদস্য তাহমিনা বেগমের সঞ্চালনায় বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করে উষে দত্ত, সানিয়া জাফরিন, রাহিন আহমেদ, জান্নাত, তাজ জানতাহি মোনতাহি, সুলতানা পারভীন দ্বিপালী, মাহতাব সোহেল, উম্মে হাবিবা নিছা। সংগীত পরিবেশন করেন মহসীন আরিফ, মৈত্রি দাস ও শেফাল মজুমদার, যন্ত্রে ছিলেন সত্যদাস। সমগ্র অনুষ্ঠান পািরচালনা করেন কমপ্লেক্স সম্পাদক শেখ ফরিদ।