ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অতিরিক্ত সচিবের ২৯ বই
বাতিল হলো বই ক্রয়ের বিতর্কিত তালিকা
Published : Monday, 29 August, 2022 at 2:36 PM
বাতিল হলো বই ক্রয়ের বিতর্কিত তালিকাসরকারি কর্মকর্তাদের পাঠাভ্যাস গড়ে তোলার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকা তালিকা বাতিল করা হয়েছে। সোমবার (২৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম সাংবাদিকদের এ তথ্য জানান।
এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে।

কে এম আলী আজম বলেন, সরকারিভাবে বই কেনার তালিকায় একজন অতিরিক্ত সচিবের ২৯টি বই থাকার বিষয়টি পরীক্ষা করে প্রমাণিত হলে ওই তালিকা বাতিল করা হয়। মোট ১ হাজার ৪০০ বইয়ের তালিকা হয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ের জন্য বরাদ্দ দেড় লাখ, জেলা পর্যায়ে ২ লাখ এবং বিভাগীয় পর্যায়ে ৩ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী ৪ বছরের জন্য ছোট ছোট বরাদ্দ দিয়ে ১ হাজার ৪০০ বইয়ের তালিকা প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, মোদ্দাকথা, যা নৈতিকতাসম্পন্ন, তাই-ই বাস্তবায়ন করা হবে। শুধু ওই ২৯টি বই নিয়ে নয়, সার্বিকভাবেই যাচাই-বাছাই হবে। এমনও হতে পারে, প্রাথমিক এই তালিকা যাচাই সাপেক্ষে এবং সুনির্দিষ্ট বিষয় ধরে বই কেনা হবে।