ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে আ’লীগের তোপে পণ্ড বিএনপির বিক্ষোভ মিছিল
Published : Tuesday, 30 August, 2022 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও বিএনপি নেতাদের হত্যার প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দাউদকান্দিতে সোমবার বিক্ষোভ সমাবেশে আহ্বান করেন উপজেলা বিএনপি।
তবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাধার মুখে পণ্ড হয়ে যায় বিএনপি'র পূর্ব নির্ধারিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
দাউদকান্দি উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম সম্পাদক সম্পাদক ভিপি মোঃ জাহাঙ্গীর আলম জানান, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদের অংশ হিসেবে সোমবার সকালে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল দাউদকান্দি উপজেলা ও দাউদকান্দি পৌর বিএনপি। সকালে গৌরীপুর এলাকায় বিএনপির নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করে ঠিক তখনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মসূচি ঠেকাতে জড়ো হয়। বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের মারধর করা হয়। লাঠিসোঠা নিয়ে মোটরসাইকেল যোগে সড়ক ও মহাসড়কে মহড়া দেয় আ'লীগ নেতাকর্মীরা। পরে বিশৃঙ্খলা এড়াতে সভাস্থল ত্যাগ করে গয়েশ্বপুর এলাকায় সমাবেশ করে বিএনপি।
এদিকে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের নেতৃত্বে বিএনপির কর্মসূচি ঠেকাতে উপজেলার বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নেয়। মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন,
সন্ত্রাস-নৈরাজ্যের মাধ্যমে বিএনপি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে। তারা জনমনে আতংক সৃষ্টি করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেষ্টা করছে। কেউ যেন নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, এজন্য দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।