জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে আলোচনা
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : গতকাল ৩০ আগস্ট সন্ধ্যায় কুমিল্লা নজরুল ইন্সটিটিউটের মুক্তমঞ্চে সমতটের কাগজ-এর উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিসংসদ বাংলাদেশ কুমিল্লার সভাপতি-অধ্যক্ষ মোহাম্মদ শামীম হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট নজরুল গবেষক ড আলী হোসেন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ-সাহিত্যিক ডা: ইকবাল আনোয়ার, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক-কবি-কলামিস্ট জুবাইদা নূর, কবি ও নাট্যাভিনেতা মোহাম্মদ শাহজাহান, কাফেলার সিইও মো: জাহাঙ্গীর হাজারী, যাত্রী'র সাধারণ সম্পাদক অধ্যক্ষ বিধান চন্দ্র ও গীতিকবি সফিকুল ইসলাম ঝিনুক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক-চলচ্চিত্র গবেষক জামাল উদ্দিন দামাল। এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামে নিয়ে বিশদভাবে আলোচনা করেন অধ্যাপক-সৃজনশীল লেখক রাহুল তারণ, দৈনিক কুমিল্লার কাগজ-এর উপ-সম্পাদক কবি জহির শান্ত, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কবি জাহাঙ্গীর আলম রনি। কবিতা আবৃত্তি করেন কুমিল্লা আবৃত্তি সংসদের সভাপতি-কবি তাহমিনা বেগম, কবি ইসমাঈল জুমেল, আজাদ সরকার লিটন, কবি রোকসানা মজুমদার সুখী, কবি এমদাদুল হক ইয়াছিন, কবি দেলোয়ার হোসেন পলাশ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কবি শিপন হোসেন মানব।