ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হার না মানা একজন সফল রেমিটেন্স যোদ্ধা ব্রাহ্মণপাড়ার জয়নাল হোসেন সরকার
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামের আব্দুর রাজ্জাক সরকারের ছোট ছেলে জয়নাল হোসেন সরকার।যিনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে ১৭ বছর যাবৎ কর্মরত আছেন। যিনি স্বদেশ থেকে দূরে থেকেও স্বদেশের মায়ায় তাকে বারবার স্বদেশে টেনেছে। জয়নাল হোসেন সরকার বর্তমানে বুড়িচং-ব্রাহ্মণপাড়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, ব্রাহ্মণপাড়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি এবং বেড়াখলা পূর্বপোমকাড়া  স্বপ্নছোঁয়া একতা সংগঠনের সভাপতি হিসেবে নিযুক্ত আছেন। যে সব সময় স্বদেশের  মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এতিমখানা থেকে শুরু করে গরীব ছাত্র-ছাত্রীদের পড়ালেখার খরচ,মসজিদ মাদ্রাসা, দুর্যোগ কবলিত মানুষদের সহায়তায় থেকে শুরু করে যখনই মানব সেবায় কাজ করার সুযোগ পেতেন তখনই তিনি তার হাত বাড়িয়েছেন। জয়নাল হোসেন এর মত প্রবাসীদের রেমিট্যান্স আমাদের দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। অবশ্য তিনি একজন সফল প্রবাসী। তার অক্লান্ত পরিশ্রম আজ তিনি সফলতার শিখরে। অবশ্যই তিনি সকল  প্রবাসীদের আইডল।জয়নাল হোসেন অবশ্যই দেশের গর্ব সমাজের গর্ব।জয়নাল হোসেনের মত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা, দোয়া ও ভালোবাসা রইলো,তারা যেনো সব সমাই দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে পারে, মানব সেবায় কাজ করে যেতে পারে।