ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Published : Wednesday, 31 August, 2022 at 12:00 AM, Update: 31.08.2022 12:34:57 AM
কুমিল্লায় র‌্যাবের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতারনিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা নগরীতে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার গভীর রাতে নগরীর কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। বিষটি নিশ্চিত করেছেন র‌্যাব কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।
র‌্যাব জানায়- গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি দল মঙ্গলবার রাতে কুমিল্লা নগরীর কান্দিরপাড় জিলা স্কুল রোড এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দমতখলা (দিঘীর পাড়) গ্রামের মৃত রেনু মিয়া’র ছেলে মোঃ মোস্তফা (২৭), একই গ্রামের আব্দুল করিম’র ছেলে মোঃ মোসলেম মিয়া (৪০) এবং কুমিল্লা জেলার মুরাদনগর থানার চাঁনপুর (বৌ বাজার) গ্রামের মৃত ওরন মিয়া’র ছেলে জামাল মিয়া (৫৫)।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান- মাদক ব্যবসায়ীদের’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।