Published : Saturday, 3 September, 2022 at 8:04 PM, Update: 03.09.2022 8:27:41 PM
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে অজ্ঞাত (২২) এক তরুণী আত্মহত্যা করেছেন। শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে ঢাকা-চট্রগ্রাম রেলপথের শহরের পৈরতলা রেলগেটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মেয়েটি রেললাইনের পাশে দীর্ঘক্ষণ একা বসেছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন আসতে দেখে ওই তরুণী ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলে সে নিহত হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান বলেন, একটি মেয়ে ট্রেনে কাটা পড়ার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মেয়েটির পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। তার একটি মোবাইল পাওয়া গেছে। মোবাইলের লক খোলার পর বিস্তারিত হয়তো জানা যাবে। মরদেহ শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তা নেওয়া হবে।