ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আলীশ্বর ও দক্ষিণ জয়নগর বৌদ্ধ যুব পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM, Update: 04.09.2022 12:46:10 AM
আলীশ্বর ও দক্ষিণ জয়নগর বৌদ্ধ যুব পরিষদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনপ্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর ও দক্ষিণ জয়নগর বৌদ্ধ যুব পরিষদের ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল ২ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০ টায় আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে পুষ্পার্ঘ্য অর্পণ, প্রার্থনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জমকালো ভাবে অনুষ্ঠানটি পালিত হয়।
অনুষ্ঠান শুরুতে সমাজ সংস্কারক প্রয়াত পূর্ণানন্দ মহাথের স্মৃতি সৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
সংগঠনের সভাপতি অজয় কুমার সিংহের সভাপতিত্বে ও প্রসেনজিৎ সিংহ এবং শিমুল সিংহের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশীর্বাদক আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের উপদেষ্টা শ্রীমৎ জিনসেন মহাথের, প্রধান জ্ঞাতি আলীশ্বর শান্তি নিকেতন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ জিনানন্দ মহাথের, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাষ্টি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লালমাই শাখার সভাপতি বাবু জ্যোতিষ সিংহ খোকন, বিশেষ অতিথি ভারচুয়ালি যোগ দেন অর্থমন্ত্রীর সহকারী একান্ত সচিব কে এম সিংহ রতন, কুমিল্লা বৌদ্ধ সমিতির সভাপতি এস কে সিনহা, স্হানীয় ইউপি মেম্বার দিলীপ সিংহ।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক বেসিক ব্যাংক কর্মকর্তা দেবমিত্র সিংহ সুজন স্বাগত বক্তব্য রাখেন। এসময় সংগঠনের মানব সেবায় নিবেদিত বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপদেষ্টা সদস্য মাষ্টার সুরেশ সিংহ,রনজিত সিংহ বিনোদ, যাদব সিংহ, পারটেক্স গ্রুপের জিএম দেবাশীষ সিংহ রাজু।   উপস্থিত ছিলেন সুজীত সিংহ, সুমন সিংহ, সঞ্জয় সিংহ, মাষ্টার রিংকন সিংহ প্রমুখ।
বক্তারা ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড যেমন করোনা কালীন সময়ে অসহায় মানুষকে সহায়তা, সৎকার, গরীব মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানের কথা তুলে ধরেন।