ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভা
Published : Sunday, 4 September, 2022 at 12:00 AM, Update: 04.09.2022 12:46:17 AM
বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভাগতকাল শনিবার নগরীর বীর চন্দ্র পাঠাগারের মুক্তিযুদ্ধ কর্ণারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা কমান্ড বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের স্মরণে স্মরণ সভার আয়োজন করে। কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার জনাব সফিউল আহমেদ বাবুলের উদ্যোগে আয়োজিত এ স্মরণ সভার সভাপতিত্ব করেন সদর থানা কমান্ডার শাহজাহান সাজু। বীর মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ এমপি, বীর মুক্তিযোদ্ধা আলী আশ্রাফ বীর প্রতীক, বীর মুক্তিযোদ্ধা সুবেদার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম ও ন্যাপ গেরিলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন এর স্মরণে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার শৈলপতি নন্দন চৌধুরী, সহঃ কমান্ডার জাহিদ হাসান, এম এম সেলিম হোসেন, নজির আহমেদ, ফজলুর রহমান সরকার, হাবিবুর রহমান ভূইয়া, প্রমোদ রঞ্জন চক্রবর্তী, এ.কে.এম জামাল খাঁন, থানা কমান্ডার শাহজাহান সাজুসহ মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সেক্টরস কমান্ডারস ফোরাম কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম হামীদ, প্রচার সম্পাদক এ.কে.এম জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ ইমাম হোসাইন, সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর কবীর, সন্তান কমান্ডের সহিদ আহমেদ বাবুল, তাসলিমা সুলতানা পপি, তিথি চক্রবর্তী, কাজী গিয়াস উদ্দিন, ওমর ফারুক বাবলুসহ কুমিল্লার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।