গাজীপুর সিটি করপোরেশনের ৭৮০০ কোটি টাকার অনিয়ম তদন্তে দুদক
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM
গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে বরাদ্দ সাত হাজার ৮০০ কোটি টাকা এবং রাজস্ব খাতের টাকায় গৃহীত বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে যেসব অনিয়ম হয়েছে তার তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য দুদক গঠিত দুই সদস্যবিশিষ্ট তদন্ত দল রোববার (৪ সেপ্টেম্বর) সিটি করপোরেশনের নগর ভবন পরিদর্শন করেছে।
এ সময় প্রতিনিধিদল সিটি করপোরেশনের দায়িত্বশীল কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে সঙ্গে করে নিয়ে যায়।
নগর ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এসব তথ্য জানান তদন্ত দলের সদস্য দুদকের সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক।
এ সময় তদন্ত দলের প্রধান দুদকের উপ-পরিচালক আলী আকবর উপস্থিত ছিলেন। তদন্ত দলের প্রধানের অনুমতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সহকারী পরিচালক আশিকুর রহমান আশিক।
তিনি বলেন, ‘আমরা ২৬ পাতার অভিযোগ নিয়ে কাজ শুরু করেছিলাম। পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা বেড়েছে। আমাদের হাতে কয়েকশ পৃষ্ঠার অভিযোগ জমা পড়েছে। আমরা প্রত্যেকটি অভিযোগ অনুসন্ধান করবো এবং প্রমাণ পাওয়া গেলে দুদক আইন অনুযায়ী মামলা করা হবে।’
এক প্রশ্নের জবাবে সহকারী পরিচালক আশিকুর রহমান বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম দায়িত্ব নেওয়ার পর থেকে সিটি করপোরেশনের উন্নয়নের জন্য বরাদ্দ সাত হাজার ৮০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়নে কোথায় কী অনিয়ম হয়েছে, সেগুলো নিয়ে তদন্ত করছি। এছাড়া সিটি করপোরেশনের রাজস্ব আদায় এবং ওই টাকা কোথায় কীভাবে ব্যয় হয়েছে, এসব ক্ষেত্রে কী কী অনিয়ম হয়েছে, সে বিষয়গুলো অনুসন্ধান করা হচ্ছে।’
২০২১ সালের ২৫ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। পরে প্যানেল মেয়র মো. আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়। ওইদিন জাহাঙ্গীরের অনিয়ম তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে মন্ত্রণালয়।