ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮ সেপ্টেম্বর কুতুবুল আবদাল শাহ্ সুফী আলহাজ্ব সৈয়দ আবদুস সবুর শাহ্ (রহ:) ২৮তম বার্ষিক ওরছ মোবারক
Published : Monday, 5 September, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার।। কুতুবুল আবদাল শাহ্ সুফী আলহাজ্ব সৈয়দ আবদুস সবুর শাহ্ (রহ:) ২৮তম বার্ষিক ওরছ মোবারক অনুষ্ঠিত হবে। আগামী ৮ সেপ্টেম্বর নুরপুর গুধিরপুকুর পাড় গুলশানে খাজা সবুরিয়া দরবার শরীফে এ ওরছ অনুষ্ঠিত হবে।
ওরছ মোবারকে দেশ বরেণ্য পীর মাশায়েখ ও সুন্নি ওলামায়ে কেরামগণ উপস্থিত থাকবেন। এতে সকলের উপস্থিতি আন্তরিকভাবে কামনা করেছেন গুলশানে খাজা সবুরিয়া দরবার শরীফের সভাপতি গাজী এম.এ ওয়াহিদ সাবুরী ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো: জাহাঙ্গীর আলম।